1

03/12/2025 ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৬৫.৭৮ শতাংশ

ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৬৫.৭৮ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৫ অক্টোবর ২০২০ ০১:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাসের) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৭৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL No লিখে 16222 নম্বরে পাঠালে ফলাফল পাওয়া যবে।

সারাদেশে এক হাজার ১৯৪টি কলেজের ৬৩৫টি কেন্দ্রে সর্বমোট আট হাজার ৪২৬ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]