1001

04/04/2025 বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২১ ১৭:০৩

করোনার উৎপত্তির দেশ চীনের সাংহাইয়ের সাংহাই রেলস্টেশনের বাইরে গত বছরের এপ্রিলে মাস্ক পরা ও প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢাকা দুই যাত্রী।

বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ১১ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

রবিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৮৯ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

বিশ্বে তৃতীয় স্থানে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন। ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৩৩ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]