10348

04/20/2025 EFI ইলেকট্রনিক্স কোম্পানির কুমিল্লা জোন ডিপো উদ্বোধন

EFI ইলেকট্রনিক্স কোম্পানির কুমিল্লা জোন ডিপো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৬

EFI ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির কুমিল্লা জোন ডিপোর উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে জাফরগঞ্জ ফাতেমা প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ শাহ্ আলম।

বিশেষ অতিথি ছিলেন জাপরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম, EFI ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান সানজিদা সুলতানা, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আশিকুর রহমান, হেড অব সেলস মিজানুর রহমান অডিট অফিসার বি আর হৃদয়, কিশোরগঞ্জ জোন ডিপো হোল্ডার মোঃ আলম, ডিস্ট্রিবিউটর আইমান সরকার আলিফ।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টপ বিডি চ্যানেল এর স্বত্বাধিকারী মামুন মোল্লা, মাইনুল ব্লগের স্বত্বাধিকারী মাইনুল হাসান, টুয়েন্টি টুয়েন্টি ব্লগ স্বত্বাধিকারী সমরেশ শিং, ঢাকা xyz এর স্বত্বাধিকারী রবিউল, আমিন টিভির স্বত্বাধিকারী আমিন, দৈনিক খোলা কাগজের সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন রাহুল।

এসময় বেষ্ট মিডিয়া সাপোর্টার হিসাবে টপ বিডি চ্যানেল ও আমিন টিভি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা ডিপো হোল্ডার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]