10405

04/21/2025 পার্টি শেষে বেসামাল অজয়-কাজল কন্যা নাইসা

পার্টি শেষে বেসামাল অজয়-কাজল কন্যা নাইসা

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪২

ছুটির দিনে রাতভর পার্টিতে মজে ছিলেন বি-টাউনের তারকা সন্তানরা। শাহরুখ-গৌরী কন্যা সুহানা খান, ছেলে আরিয়ান খান, অজয়-কাজল কন্যা নাইসা দেবগন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, পলক তিওয়ারিদের দেখা যায় ওই পার্টিতে। পার্টি শেষে বের হওয়ার সময় সবার নজর গেল নাইসা দেবগনের দিকে। টলমল পায়ে পার্টি থেকে বের হতে দেখা যায় তাকে।

পাপারাৎজির ক্যামেরায় ধারণ করা ভিডিওতে গোলাপি রঙের অব শোল্ডার শর্ট ড্রেসে দেখা গেছে নাইসাকে। পায়ে ছিল হিল জুতো। পার্টি থেকে বের হওয়ার সময় আরেকটু হলে পড়েই যেতেন কাজল কন্যা, দেহরক্ষী তাকে ধরে ফেলেন। পাপারাৎজিদের দেখে ‘হাই’ বললেন নাইসা, কেমন আছেন প্রশ্নে ঘাড়ও নাড়লেন। তবে তিনি যে বেসামাল অবস্থায় ছিলেন তা তাকে দেখলে যে কেউ বুঝতে পারবেন। দেহরক্ষী কাজল কন্যাকে হাত ধরে গাড়িতে নিয়ে বসালেন। ভিডিও দেখে নেটিজেনরা তাকে ‘নশা দেবগন’ বলে কটাক্ষ করেছেন।

তবে শুধু নাইসা নন, সুহানা, আরিয়ান, পলক- সবার ভিডিওই উঠে এসেছে। এ দিন দুধ সাদা এক কাঁধখোলা গাউনে ধরা দেন সুহানা খান। হাই হিল জুতোতে দেখা মেলে শাহরুখ কন্যাকে। আরিয়ান খান একটি লাল চেক শার্ট, জ্যাকেট এবং কালো ডেনিম পরেছিলেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও পার্টিতে জমকালো লুকে ধরা দেন। গ্ল্যামারাস কালো টপ এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন তিনি। তাদের সবার বন্ধু ওরহান আওয়াত্রামনিও এ দিনের পার্টিতে ছিলেন। পার্টিতে দেখা যায় ওরহান আত্রামানিকে, যার সঙ্গে কি না নাইসা সম্পর্কে রয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুদিন আগে সাইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গেও পার্টি করতে দেখা গিয়েছিল নাইসাকে।

বলিউডে কবে পা রাখছেন অজয়-কাজল কন্যা নাইসা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, নাইসা ও ইব্রাহিম আলি খান দুজনেই নাকি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করছেন। তবে চলতি বছরই জোয়া আখতারের ওটিটি সিরিজের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। ২০২৩ সালেই মুক্তি পাবে এ ছবি। এ ছবিতে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হবে।

আরিয়ান তার প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করতে প্রস্তুত, এর গল্পও তিনিই লিখেছেন। অভিনেতা হিসেবে কাজ করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন তিনি।

হার্ডি সান্ধুর হিট পাঞ্জাবি নম্বর বিজলি বিজলিতে অভিনয় করার পর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন পলক তিওয়ারি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ আগামীতে দেখা যাবে তাকে। অনন্যা এবং আদিত্য এ দিন দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]