10736

09/23/2024 পারফর্ম না করলে হাথুরুর দলে সিনিয়ররাও জায়গা পাবে না: পাপন

পারফর্ম না করলে হাথুরুর দলে সিনিয়ররাও জায়গা পাবে না: পাপন

ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২১

চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে আসার বেশিদিন হয়নি। ইতোমধ্যে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে শুরু করে দিয়েছেন কাজ। হাথুরু ফেরার পরই এলো অন্যরকম এক খবর। দলে টিকে থাকতে হলে পারফর্ম করেই থাকতে হবে। এমনকি সিনিয়র ক্রিকেটাররাও যদি পারফর্ম না করেন তাদের বাদ দিবেন হাথুরু, এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানিয়েছেন। পাপন বলেন, ‘এটা খুবই কঠিন হবে (সিনিয়রদের সঙ্গে হাথুরুর সুসম্পর্ক বজায় রাখা)। এমনকি ডমিঙ্গোর সঙ্গেও সিনিয়রদের সমস্যা হয়েছিল। আমি নিজেই এই মেয়াদে বিসিবির সভাপতি হতে চাইনি। কারণ আমি জানতাম আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

পাপন যোগ করেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যাটা হলো, তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছু বলে না। হাথুরুসিংহের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে হাথুরু তাকে দল থেকে বাদ দিয়ে দেবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]