10903

04/22/2025 হোটেলে গেলেই যে অদ্ভূত কাজ করেন শাহরুখ

হোটেলে গেলেই যে অদ্ভূত কাজ করেন শাহরুখ

বিনোদন ডেস্ক

৩ মার্চ ২০২৩ ০২:১৩

বক্স অফিসে এখনও চলছে ‘পাঠান’ ঝড়। হলমুখী শাহরুখ ভক্তরা। কিং খানের চার বছর পর কামব্যাক নাড়িয়ে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। উন্মাদনার ঢেউ পৌঁছেছে দক্ষিণেও। বাংলায়ও রীতিমতো পাঠান ঝড় চলছে। এসবের মধ্যেই অভিনেতার সম্পর্কে জানা গেল এক গোপন কথা। হোটেলে গেলেই সে কাণ্ড ঘটিয়ে বসেন শাহরুখ, যা তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি বলিউড বাদশা জানিয়েছেন হোটেলে গিয়ে চুরি করেন তিনি। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। হোটেলে গেলেই নাকি এমনই কাণ্ড ঘটান তিনি। চকলেট দেখতে পেলেই তা তিনি পুরে নেন পকেটে।

অভিনেতার এমন সিক্রেট জানতে পেরে রীতিমতো অবাক তার লাখ লাখ ভক্ত। প্রিয় অভিনেতা যে এমন কাজও করতে পারেন সে কথা যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ!

এরই মধ্যে নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলতি বছরের শেষের দিকেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]