10984

04/20/2025 চিংড়িতে জেলি ও জাটকা বিক্রির দায়ে ৭ মাছের আড়তকে জরিমানা ১৩ লাখ

চিংড়িতে জেলি ও জাটকা বিক্রির দায়ে ৭ মাছের আড়তকে জরিমানা ১৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ ২০২৩ ০১:১৮

রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি ও জাটকা বিক্রির অপরাধে ৭টি মাছের আড়তকে ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডায় সোহান ফিস, কাদের ফিস, বন্ধু ফিস, সালাউদ্দিন ফিস, শিমুল ফিস ও মায়ের দোয়া মৎস্য আড়তে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালত চিংড়ি মাছে জেলি ও জাটকা বিক্রির অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১ (১) ধারা অনুযায়ী, সোহান ফিসের মালিক মিজানুর রহমানকে দুই লাখ, সোহান ফিসের মালিক আরিজুল রহমানকে দুই লাখ, কাদের ফিসের মালিক আব্দুস সালামকে এক লাখ, বন্ধু ফিসের মালিক আজিজুল ইসলামকে দুই লাখ, সালাউদ্দিন ফিসের মালিক সুমন দাসকে দুই লাখ, শিমুল ফিসের মালিক মো. রওশনকে দুই লাখ ও মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক হেলাল শিকদারকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৫১২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ও ৬৮ কেজি জাটকা জব্দ করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]