11029

04/22/2025 রাজপ্রাসাদ ছাড়লেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

রাজপ্রাসাদ ছাড়লেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক

৭ মার্চ ২০২৩ ০২:১৯

পেশায় বাদাম বিক্রেতা। ক্রেতা টানতে গলায় সুর তোলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম’। তার এই গান ঝড় তোলে নেটমাধ্যমে। চোখের পলকেই ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ‘কাঁচা বাদা’ খ্যাত ভুবন বাদ্যকর। সুদিন ফেরে গায়কের অভাবের সংসারে। কিন্তু তার সেই সুখ বেশি দিন রইল না।

নিজের ‘মমতাজ’ আদুরির জন্য লাখ লাখ টাকা খরচ করে স্বপ্নের ‘তাজমহল’ বানিয়েছিলেন গায়ক। ত্রিপলের বাড়িতে দিনযাপন করা ভুবন বাদ্যকর গত বছরই দুই কাটা জমির ওপর নীল রঙের টাইলস দিয়ে গড়েছেন দোতলা বাড়ি। বাড়ি নয় যেন আস্ত রাজপ্রাসাদ। তবে সম্প্রতি তাকে সেই রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে হয়েছে।

কেন নিজের বানানো রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে উঠলেন? গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তার কথায়, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারোর মেয়ের বিয়ের টাকা চাই। তাও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’

ভোগান্তির শেষ নয় এখানেই। বিখ্যাত হওয়ার পর আইফোন কিনেছিলেন ভুবন বাবু। সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে ৩০০০ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় ফোনটি। আপতত লাখ টাকার অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে থাকছেন ভুবন বাদ্যকর।

কিছু দিন আগে জানিয়েছিলেন, প্রতারিত হয়েছেন তিনি। তার সরলতার সুযোগে অন্য কেউ তার সৃষ্টি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিজের নামে করিয়ে নিয়েছে। যার ফলে তিনি মুখে ‘বাদাম’ শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। এর জেরে কোথাও গাইতে পারছিলেন না গায়ক। পড়েন আর্থিক দুর্দশায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন ভুবন বাদ্যকর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]