11152

05/02/2025 ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ বন্ধ করে দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ

‘সিলিকন ভ্যালি ব্যাংক’ বন্ধ করে দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ ২০২৩ ২১:১৯

যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ বন্ধ করে দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ২০০৮ সালের পর আবার এমন পরিস্থিতির মুখে পড়তে হলো যুক্তরাষ্ট্রকে। এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধস বলেও আখ্যায়িত করা হচ্ছে।

এ ব্যাংকটি প্রযুক্তিখাতে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার মুখে মার্কিন নীতি সুদ হার বৃদ্ধির পর এর সাথে তাল মেলাতে পারছিল না ব্যাংকটি।

সমস্যা আরও প্রকট হয়ে উঠলে ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিতে শুরু করেন। মার্কিন কর্মকর্তারা এখন বলেছেন তারা ‘বীমাকৃত আমানতকারীদের রক্ষা করার জন্য’ কাজ করেছেন।

সিলিকন ভ্যালি ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলছে, ব্যাংকটি তারল্য সংকটে ভুগছিল।

এ ব্যাংকের সকল সম্পদ এখন বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন। পরে ব্যাংকের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে।

সিলিকন ভ্যালির প্রধান কার্যালয় এবং সকল শাখা ১৩ মার্চ খুলবে। ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন জানিয়েছে, সকল বীমা করা আমানতকারী সোমবার সকালের পর তাদের অ্যাকাউন্টের ওপর সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]