বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। রবিবার (১২ মার্চ) সকালে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।
মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে একটি যৌথ বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, আমাদের প্রিয় মা (স্নেহলতা দীক্ষিত), আজ সকালে তার প্রিয়জনদের মাঝেই শান্তিতে চলে গিয়েছেন।’
মাধুরীরা চার ভাইবোন। সব থেকে ছোট মাধুরী। অভিনেত্রী দুই দিদি এবং এক দাদা আছে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বড় হয়েছি। এখনও বকা খাই, তবুও একই রয়ে গেছি।’
গত বছর মায়ের ৯০তম জন্মদিনে মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তার মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব পাঠ দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধুমাত্র তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে ওরলি শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।