11228

04/22/2025 বাথরুমে ঢুকে কি করেন আলিয়া, গোপনে জানিয়ে দিলেন রণবীর!

বাথরুমে ঢুকে কি করেন আলিয়া, গোপনে জানিয়ে দিলেন রণবীর!

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৩ ১৮:২২

সম্প্রতি স্ত্রী আলিয়া ভাটের আচরণ ও খারাপ অভ্যাস নিয়ে মুখ খুলেছেন স্বামী রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, আলিয়ার কোন অভ্যাস তার বিরক্তির কারণ

রণবীর বলেন, ‘আলিয়ার একটি অভ্যাস আমি সহ্য করতে পারি না। বাথরুমে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে সে। বাথরুম থেকে বেরোনোর পর দেখতে পাই, তোয়ালে এক জায়গায়, মেকআপ তোলার জিনিসপত্র অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর আমার একটু ওসিডি, বাতিক আছে।

তাই যখনই ও বাথরুম থেকে বেরোয়, দেখতে পাই পুরো বাথরুম নোংরা হয়ে রয়েছে।’ কিন্তু একইসঙ্গে রণবীর জানালেন, বাথরুমের এ বদ অভ্যাস ছাড়া বাকি সব ক্ষেত্রে আলিয়া খুবই গোছানো।

‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমার প্রচারে একাধিক শহরে গিয়ে নিজের মেয়ে রাহা কাপুরের গল্প বলতে দেখা গেছে তাকে। রাহা হাসতে শিখেছে। রণবীর নার্সকে দেখে দেখে মেয়ের ডায়াপার বদলাতে শিখে গেছেন। মেয়েকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় তার। কিন্তু সিনেমার প্রচারে এখানে সেখানে ঘুরতে হয়েছে তাকে। এরপর সিনেমার শ্যুটিংয়ে কাশ্মীর যেতে হয় আলিয়াকে। সঙ্গে ছিল তাদের সন্তানও। সেই সময়েও মেয়েকে খুব মিস করেছেন রণবীর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]