11292

04/22/2025 লিথিয়ামের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ যাবে চীনের হাতে : রিপোর্ট

লিথিয়ামের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ যাবে চীনের হাতে : রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ ২০২৩ ২২:১১

প্রাকৃতিক সম্পদ লিথিয়াম আহরণে জোর দিয়েছে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীন। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউবিএস এজি সোমবার (১৩ মার্চ) এক রিপোর্টে জানিয়েছে, এ আহরণ অব্যাহত থাকলে এ দশকের মাঝামাঝি সময়ের মধ্যে (২০২৫ সাল) বিশ্বে লিথিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী দেশের জায়গায় চলে আসবে চীন।

এমনকি বিশ্বের তিন ভাগ লিথিয়ামের এক ভাগের নিয়ন্ত্রণ থাকবে বেইজিংয়ের হাতে।

আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চীন নিয়ন্ত্রিত খনিগুলো, যার মধ্যে রয়েছে আফ্রিকার খনিও, এগুলো ২০২৫ সালের মধ্যে লিথিয়াম আহরণ ৭ লাখ ৫ হাজার টনে উন্নীত করবে। ২০২২ সালে সব মিলিয়ে ১ লাখ ৯৪ হাজার টন লিথিয়াম উত্তোলন করেছে দেশটি।

আর এরমাধ্যমে বিশ্বের লিথিয়ামের মোট চাহিদার ৩২ শতাংশ সরবরাহ করবে বেইজিং। ২০২২ সালে গাড়ির ব্যাটারি তৈরিতে অতি জরুরি এ প্রাকৃতিক সম্পদের ২৪ শতাংশের যোগান দিয়েছিল দেশটি।

লিথিয়াম আহরণ বাড়ানোর জন্য বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এক প্রকার প্রতিযোগিতা চলছে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রও। যেহেতু বিশ্ব জীবাশ্ম জ্বালানী কমিয়ে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে, ফলে লিথিয়ামের চাহিদাও বেড়েছে। আর চীনের লিথিয়াম আরও বেশি প্রয়োজন কারণ বৈদ্যুতিক যান তৈরিতে সবার চেয়ে এগিয়ে আছে দেশটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]