1133

04/17/2025 কোম্পানীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ: ছাত্রলীগ নেতাসহ আটক ৩

কোম্পানীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ: ছাত্রলীগ নেতাসহ আটক ৩

জেলা সংবাদদাতা, নোয়াখালী

১৭ এপ্রিল ২০২১ ১৮:০৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রাম, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করেছে বলে জানা গেছে।

আটকরা হলেন- সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩),বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)। আটক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত।

শনিবার (১৭ এপ্রিল) নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক তিন আসামির নামে একাধিক মামলা রয়েছে। তবে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো হবে।

এদিকে কোম্পানীগঞ্জ থানার সামনে গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মেয়র মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com