11470

04/22/2025 রমজান ঘিরে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের শুভেচ্ছা বিনিময়

রমজান ঘিরে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের শুভেচ্ছা বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২৩ ১৯:২৪

রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেট পুনরায় খোলার প্রক্রিয়া শুরু করতে শিগগিরই তারা দেখা করবেন। বৃহস্পতিবার থেকে দুই দেশেই শুরু হয়েছে পবিত্র রমজান।

আল জাজিরার খবরে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে। এ সময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে বলা হয়, দুই মন্ত্রী শিগগিরই একটি দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছেন। দুই দেশের মধ্যে দূতাবাস ও কনস্যুলেট পুনরায় চালু করার পথ খুলবে এর মাধ্যমে।

চীনের মধ্যস্ততায় গত ১০ মার্চ একটি চুক্তিতে পৌঁছায় সৌদি আরব ও ইরান। এ ফোনালাপকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পরবর্তী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, যার মাধ্যমে রিয়াদ-তেহরানের মধ্যে সাত বছর আগে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হবে বলে আশা করা যাচ্ছে।

সৌদি আরব ২০১৬ সালে এক শিয়া মুসলিম পণ্ডিতের মৃত্যুদণ্ড কার্যকর করে। প্রতিবাদে সে বছর ইরানের সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায় বিক্ষুব্ধরা। সেদিন তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

ইরান এবং সৌদি আরব ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতিদ্বন্দ্বী পক্ষকে সমর্থন করেছে। হুথি বিদ্রোহীদের তেহরানের সমর্থন রয়েছে, অন্যদিকে সরকারকে সমর্থনকারী একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে রিয়াদ। তবে উভয় পক্ষই সম্প্রতি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে।

চীনা মধ্যস্ততায় চুক্তিতে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং সুন্নি অধ্যুষিত সৌদি আরব আগামী দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করবে। ২০ বছরেরও বেশি সময় আগে স্বাক্ষরিত নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

এক ইরানি কর্মকর্তা রবিবার বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাদশাহ সালমানের কাছ থেকে সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন। যদিও রিয়াদ এখনও নিশ্চিত করেনি।

আমির-আব্দুল্লাহিয়ানও একই দিনে সাংবাদিকদের বলেছিলেন, দুই দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের মধ্যে একটি বৈঠক করতে সম্মত হয়েছে। সূত্র: আল জাজিরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]