11526

04/04/2025 মহাকাশে থ্রিডি প্রিন্ট রকেটের সফল উদযান

মহাকাশে থ্রিডি প্রিন্ট রকেটের সফল উদযান

রকমারি ডেস্ক

২৬ মার্চ ২০২৩ ২০:৩৬

থ্রিডি প্রিন্ট সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। কিন্তু থ্রিডি প্রিন্ট করা রকেট! তাও কিনা মহাকাশে সফলভাবে পাঠানো সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার লং বিচ কোম্পানি ১১০ ফিট উঁচু একটি থ্রিডি প্রিন্টের রকেট মহাকাশে ক্ষেপণ করেছে ২৩ মার্চ।

ফ্লোরিডার কেপ কানাভেরাল স্পেস ফোর্স বেজ থেকে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে ক্ষেপণ করা হয়। অবশ্য রকেটটি মহাকাশে পৌঁছানোর পর দ্বিতীয় ক্ষেপণ সফল হয়নি। যান্ত্রিক ত্রুটির জন্য পৃথিবীর কক্ষপথে যুক্ত হয়নি। কিন্তু এই লঞ্চের পর কোম্পানির গবেষক দল খুশি।

তারা জানিয়েছে, থ্রিডি প্রিন্ট করা রকেট মহাকাশে পাঠানো যে সম্ভব তা প্রমাণ করা গেলো। সফল না হলেও আমরা পর্যাপ্ত তথ্য-উপাত্ত পেয়েছি। সামনে ত্রুটিগুলো ঠিক করে আমরা সহজেই ঠিক করে নেয়ার ব্যাপারে আশাবাদী।'

মার্চ থেকেই তারা লঞ্চের চেষ্টা করে চালাচ্ছিল। তবে জ্বালানি বিষয়ে জটিলতার কারণে তা সম্ভব হচ্ছিল না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]