11542

04/04/2025 আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

রকমারি ডেস্ক

২৬ মার্চ ২০২৩ ২২:২৮

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাপ্তাহিক মাহরুজ লটারিতে বিজয়ী হয়ে প্রায় ৩ কোটি টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নাম্বার ৩২২৮৪৪৫৬।

এটি মাহরুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র ছিল। আর বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম জিতে নিয়েছেন। এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহরুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

মোহাম্মদসহ এ সপ্তাহে সব মিলিয়ে পুরস্কার জিতেছেন ১ হাজার ৬৩ জন অংশগ্রহণকারী। সবাই মিলে বাড়িতে নিয়ে গেছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]