11546

04/22/2025 সিকিমে নজিরবিহীন তুষারপাত : আটকেপড়া ১৪০০ পর্যটককে উদ্ধার

সিকিমে নজিরবিহীন তুষারপাত : আটকেপড়া ১৪০০ পর্যটককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২৩ ২৩:০০

ভারতের উত্তর সিকিমে টানা তুষারপাতের ঘটনায় বহু পর্যটক আটকে পড়েছিলেন। ইতোমধ্যে প্রায় ১৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী।

কিন্তু আজ (২৬ মার্চ) ফের বড়সড় ধস নামল পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। এর ফলে গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

এর আগে গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী।

তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যতবারই শুরু হয়েছে, ততবারই তুষারপাত হয়েছে।

এখন তাপমাত্রার অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকরা।

২৫ মার্চ (শনিবার) পর্যন্ত ১,৪০০ পর্যটককে সেনাবাহিনী উদ্ধার করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধার কাজ চলে।

তাছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনার চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ত্রিশক্তি শেপার্স এবং বিআরও-র যৌথ উদ্যোগে উন্নত মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বরফ পরিষ্কারের কাজ চলে।

কিন্তু রোববার (২৬ মার্চ) আবার একাধিক জায়গায় তুষারপাতের খবর মিলেছে। যদিও এখনও হতাহতের কোনো খবর নেই। সূত্র : আনন্দবাজার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]