11598

04/22/2025 কেন অস্কার মঞ্চে রাম চরণের সঙ্গে নাচলেন না জুনিয়র এনটিআর

কেন অস্কার মঞ্চে রাম চরণের সঙ্গে নাচলেন না জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক

২৮ মার্চ ২০২৩ ২১:০৫

এবার অস্কার মঞ্চে সবার নজর কেড়ে পুরস্কার জিতেছে আরআরআর। এই ছবির গান ‘নাটু নাটু’ জিতে নেয় মুকুট। টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার নিজের দখলে রেখেছে রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গান। দেশের বাইরেও বারবার প্রশংসিত হয়েছে গানটি।

গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাটু নাটু’। গোল্ডেন গ্লোব জেতার পরই মিলেছিল খবর। অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি।

একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির হোল্ড মাই হ্যান্ড, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভার’ ছবির লিফট মি আপের মতো গান।

অস্কার মঞ্চে ‘নাটু নাটু’ পারফর্মেন্সও সবার নজর কাড়ে। তবে যে দুই অভিনেতা পুরো বিশ্বকে তাক লাগিয়েছিল অনবদ্য নাচে, সেই রাম চরণ ও জুনিয়র এনটিআরের দেখা মেলেনি। তাদের বদলে শেষ মুহূর্তে নাচটি করেছিলেন জনসন গ্লোভর ও বিলি মুস্তাফা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই অভিনেতা কেন ছিলেন না? এবার মিলেছে সেই জবাব। তাদেরই নাকি একসঙ্গে নাচের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে কি এই জুটির মাঝে ভাঙন দেখা দিয়েছে? না, একেবারেই তা সত্যি নয়।

প্রথম থেকে এ নাচ নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন রাম চরণ। কিন্তু জুনিয়র এনটিআর চাননি তারা অস্কার মঞ্চে নাচবেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, কারণ একটাই— পুরো আমেরিকা দেখেছিল এই নাচ, প্রশংসিত ও চর্চিত এই ‘নাটু নাটু’ আরও একবার নেচে কোনো তুলনায় যেতে চাননি তিনি। কারণ হাতে যথেষ্ট সময়ও ছিল না প্র্যাক্টিস করার। সেই কারণেই শেষ মুহূর্তে তারা বাতিল করেন পরিকল্পনা।

এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে পুরো বিশ্বে আলোচিত। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ খবর। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের দিকে তাকিয়ে ছিল পুরো টিম।

গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই সময় বলিউডে একরকম খরা চলছিল। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। প্রায় সাড়ে চারশ কোটি টাকা দিয়ে বানানো এ ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার মতো। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। বর্তমানে সবাই অপেক্ষায় রয়েছেন আরআরআর ২-র খবরের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]