11690

04/06/2025 ক্রীড়া সংগঠক টিপু আর নেই

ক্রীড়া সংগঠক টিপু আর নেই

ক্রীড়া ডেস্ক

১ এপ্রিল ২০২৩ ২১:১৪

ফুটবলাঙ্গনে পরিচিত এক মুখ মীর মো. শাহাবুদ্দিন টিপু। দেশের শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক শাহাবুদ্দিন টিপু আর নেই।

আজ (১ এপ্রিল) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর আজিমপুর কবরস্থানে চিরশায়িত হবেন এই ক্রীড়া সংগঠক।

শেখ রাসেল ক্রীড়া চক্র এখন দেশের শীর্ষ ক্লাব। এই ক্লাবের তৃণমূল পর্যায় থেকেই টিপু এর সঙ্গে জড়িত ছিলেন। ক্লাবের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া শাহাবুদ্দিন টিপু ক্রীড়া সংগঠকের পাশাপাশি নানা সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

গত কয়েকমাস ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন টিপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী এবং তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন, শেখ রাসেল ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]