11722

03/14/2025 ইউজিসি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বসছে আজ একক ভর্তি পরীক্ষা নিতে

ইউজিসি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বসছে আজ একক ভর্তি পরীক্ষা নিতে

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল ২০২৩ ১৬:২৪

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একটি ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্লাস্টারের বাইরে থাকা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় আনার লক্ষ্যে সোমবার (৩ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে কোর কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় বৈঠক শুরু হবে। বৈঠকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যদের সংগঠন ইউজিসির সভাপতি ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, আগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক কভারে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে বসছে কোর কমিটি। এ জন্য সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ডাকা হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশ নিতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের দেওয়া চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে গত ২৭ মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে, পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং অথরিটি) গঠন করতে হবে। ইউজিসিকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতি-নির্ধারণী সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত থাকবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]