11787

09/23/2024 তাইজুলের ঘূর্ণিতে আটকে গেল আয়ারল্যান্ড

তাইজুলের ঘূর্ণিতে আটকে গেল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

৪ এপ্রিল ২০২৩ ২৩:০২

বছর তিনেক পর লাল বলের ক্রিকেট খেলছে দল। এমনকি একাদশের অর্ধেক ক্রিকেটারই এই সময়ে প্রথম শ্রেণীর কোনো ম্যাচও খেলেননি। সবমিলিয়ে মিরপুরে আইরিশদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।

সেই 'বাংলা পরীক্ষার' প্রথম পর্বে লেটার মার্ক তুলতে না পারলেও বুক চিতিয়ে লড়াই করেছে আয়ারল্যান্ড। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে থেমেছে আইরিশরা। যেখানে একাই ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। তবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মুরাই কামিন্স ফিরে যান। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর আগে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন ক্যাস্পায়ার এবং টেক্টর। তবে ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর। পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লিগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন।

এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল। পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের কবলে পড়ে আইরিশরা।

এরপর ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু চা পানের বিরতি থেকে ফিরে আইরিশরা আর ৬৯ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। কেননা তাইজুলের স্পিন বিষে ২১৪ রানেই অলআউট হয়েছে আইরিশরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]