11909

04/22/2025 ‘শুটিংয়ের সময় পেটে, মুক্তির সময় কোলে’

‘শুটিংয়ের সময় পেটে, মুক্তির সময় কোলে’

বিনোদন ডেস্ক

৯ এপ্রিল ২০২৩ ২১:৫০

বর্তমানে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জমিয়ে উপভোগ করছেন নিজের মাতৃত্বকালীন অবসর। ছেলেকে নিয়ে রাজ্যের ব্যস্ততা থাকলেও প্রফেশনাল পরী ছুটে এলেন ছবির প্রচারণায়।

হ্যাঁ, শনিবার (৮ এপ্রিল) ছবি মুক্তি পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেত্রী। সেখানেই জানালেন প্রথমবারের মতো পর্দায় মা হয়ে ওঠার গল্প। সিনেমার শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন পরীমণি। এবার ছবি মুক্তির সময় তার সন্তান পৃথিবীর আলোয়। ব্যাপারটা কাকতালীয় হলেও জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা নায়িকার জীবনে।

পরীর কথায়, “এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।”

‘মা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের। সংবাদ সম্মেলনে তিনি শোনালেন ছবিটির পেছনের গল্প। ক্যারিয়ারের প্রথম সিনেমার গল্প হিসেবে বেছে নিয়েছেন মাতৃত্ব ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট।

নির্মাতার ভাষায়, “মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। ‘বীনাপানি’ নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ ছবিটি নতুন এক পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।”

মা দিবস (১৪ মে) উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। এতে পরী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]