11911

04/22/2025 গোল্ডেন ভিসা প্রক্রিয়ায় যে পরিবর্তন আনল আমিরাত

গোল্ডেন ভিসা প্রক্রিয়ায় যে পরিবর্তন আনল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

৯ এপ্রিল ২০২৩ ২২:১৭

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) গোল্ডেন ভিসা প্রদান প্রক্রিয়ায় ছোট একটি পরিবর্তন এনেছে। দেশটি ১০ বছরের গোল্ডেন ভিসার ‘এন্ট্রি ভিসার’ ফি বৃদ্ধি করেছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শনিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন করে এন্টি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ দিরহাম। এরমধ্যে ভিসা ইস্যু ফি ১ হাজার দিরহাম, আবেদন ফি ১০০ দিরহাম, স্মার্ট সেবা ফি ১০০ দিরহাম, ই সার্ভিসের ফি ২৮ দিরহাম এবং ফেডারেল অথরিটি ফি ধরা হয়েছে ২২ দিরহাম।

গোল্ডেন ভিসা

আরব আরিমাতের গোল্ডেন ভিসা দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে। যার মধ্যে রয়েছে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, জনখাতে বিনিয়োগকারী, রিয়েল এস্টেট খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মেধাবী শিক্ষার্থী ও প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন তাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে স্পন্সর করা ব্যক্তির পাসপোর্ট, রঙিন ছবি এবং গোল্ডেন ভিসা পাওয়ার যোগ্যতার প্রমানের নথি।

গোল্ডেন ভিসার আবেদন করার সময় খুবই সতর্ক থাকতে হবে এবং আবেদন করার আগেই প্রয়োজনীয় কাগজপত্র জড়ো করতে হবে। কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে ভিসার আবেদনটি বাতিল হয়ে যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]