12031

04/22/2025 বিভেদ ভুলে ৬ বছর পর এক হচ্ছে কাতার-বাহরাইন

বিভেদ ভুলে ৬ বছর পর এক হচ্ছে কাতার-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল ২০২৩ ২০:৪২

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে হাত মেলাচ্ছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা

দীর্ঘ প্রায় ৬ বছরের বিভেদ ভুলে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও বাহরাইন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা ও সশস্ত্র দলগুলোকে মদদ দিচ্ছে কাতার— এমন অভিযোগে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের চার দেশ সৌদি আরব, মিসর, আরব আমিরাত এবং বাহরাইন।

তবে সশস্ত্র দলগুলোকে মদদ দেওয়ার বিষয়টি সবসময় অস্বীকার করেছে দোহা।

এই চার দেশের মধ্যে বাহরাইন বাদে বাকি তিন দেশ ২০২১ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে। তবে কাতার এবং আরব আমিরাত এখনো দূতাবাস চালু করেনি।

২০১৭ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর নিজ দেশের আকাশ ও জলসীমায় কাতারের বিমান ও জাহাজ চলাচলে নিষেধজ্ঞা আরোপ করেছিল এ চারটি দেশ।

সম্পর্ক পুনর্স্থাপনের অংশ হিসেবে বুধবার (১২ এপ্রিল) সৌদি আরবের রাজধানী রিয়াদ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসির) সদর দপ্তরে বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা।

এর আগে এ বছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং কাতারের আমির ফোনে কথা বলেন। নিজেদের মধ্যে থাকা ঝামেলাগুলো মেটানোর উদ্দেশ্যে এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। কাতারের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক এবং সামুদ্রিক অঞ্চল নিয়ে মূলত বাহরাইনের আপত্তি আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]