12032

09/23/2024 ম্যাচ জিতেও ১২ লাখ জরিমানা স্যামসনের

ম্যাচ জিতেও ১২ লাখ জরিমানা স্যামসনের

ক্রীড়া ডেস্ক

১৩ এপ্রিল ২০২৩ ২১:০৮

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে জয়ের পরও দুঃসংবাদ পেল রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। মূলত স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আইপিএলের আচরণবিধির অধীনে এটি রাজস্থানের প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা ছিল। সেই কারণেই দলের অধিনায়ক স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আইপিএল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, 'এটা যেহেতু এই আসরে দলটির প্রথমবারের মতো নীতি ভঙ্গের ঘটনা, সেহেতু রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

রাজস্থান যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে স্যামসনকে (অধিনায়ক) ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের একাদশে থাকা খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]