12106

04/20/2025 মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৩ ২১:২০

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে সাক্ষাতের পর একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে আজ(রোববার) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত তার বাসভবনে একটি বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কূটনীতিকদের সঙ্গে আলাপের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে তিনি দলের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে বৈঠকের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমরা বৈঠকের বিষয়ে বাইরে কোনও আলাপ করছি না। দুঃখিত, এর ফলে কোনও কথা বলতে পারছি না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]