12126

04/22/2025 প্রাক্তনদের নিয়ে যা বললেন শহিদ কাপুর

প্রাক্তনদের নিয়ে যা বললেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২৩ ১৭:৫৬

প্রেমের সম্পর্ক নিয়ে সবসময়ই বেশ খোলামেলা বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। মিরা রাজপুতকে বিয়ে করার আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের পিক টাইমে সম্পর্কে ছিলেন কারিনা কাপুরের সঙ্গে। এরপর বেশ কিছুদিন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাম জড়িয়েছেন এ অভিনেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ২০১৯ সালের কফি উইথ করণের একটি এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শহিদকে তার প্রাক্তনদের বিষয়ে প্রশ্ন করেছেন করণ। আর সেখানে নিজের প্রাক্তনদের বিষয়ে মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, কখনোই মন থেকে মুছা সম্ভব নয় প্রাক্তনদের, এমনও জানান শহিদ।

এপিসোডে করণ শহিদকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি কারিনা আর প্রিয়াঙ্কাকে তোমার স্মৃতি থেকে মুছে ফেলেছ? উত্তরে শহিদ জানান, আমি কখনোই ওদের স্মৃতি থেকে মুছে ফেলতে পারব না। তবে হ্যাঁ, আমার অনেক খারাপ স্মৃতিও আছে। তবে আমি অতীতের বেশির ভাগটাই ভুলে গেছি।

এরপর করণ তাকে জিজ্ঞাসা করেন, যদি প্রিয়াঙ্কা আর কারিনার মধ্যে যেকোনো একজনের স্মৃতি মুছে ফেলতে হয়, তাহলে তুমি কার স্মৃতি মুছবে?

উত্তরে শহিদ জানান, আমি কারো স্মৃতিই মুছে ফেলতে চাই না। করিনার সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কার সঙ্গে অনেক কম সময় ছিলাম কিন্তু আমি মনে করি, অতীতের অভিজ্ঞতা না থাকলে আমি কখনোই আজকের আমি হতে পারতাম না। তাই আমি কোনো স্মৃতিই মুছে ফেলতে চাই না। কারণ অতীতের স্মৃতিগুলো আমাকে অনেক কিছুই শিখিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]