12153

09/23/2024 বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

ক্রীড়া ডেস্ক

১৮ এপ্রিল ২০২৩ ০১:৫১

গত এক দশকে দেশের ফুটবলের অনেক ঘটনার স্বাক্ষী আবু নাইম সোহাগ। এই সময়ে অনেকের নিষিদ্ধ হওয়ার ঘোষণা এসেছে তার মুখ থেকে। অথচ আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নিষিদ্ধ হলেন সোহাগ।

সোমবার (১৭ এপ্রিল) বাফুফের জরুরি সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, 'ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।'

এই সিদ্ধান্তের ফলে আবু নাইম সোহাগ বাংলাদেশের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যেই পড়লেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আবু নাইম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা শাস্তির মেয়াদ শেষ হলে ফুটবলাঙ্গনে ফেরার সুযোগ ছিল সোহাগের। বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের ফুটবল অধ্যায় সমাপ্ত।

আবু নাইম সোহাগ সাধারণ সম্পাদক হলেও ফেডারেশনের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আবু নাইম সোহাগ যদি সামনে প্রকাশ করেন এই দুই শীর্ষ ব্যক্তির প্ররোচনায় তিনি এমন কাজে লিপ্ত ছিলেন? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, 'বললে বলুক।' একই প্রশ্নে সালাম মুর্শেদীর জবাব, 'ভবিষ্যতের যদির উপর কোনো মন্তব্য করা যায় না।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]