12290

09/23/2024 মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড

মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

২৭ এপ্রিল ২০২৩ ১৬:৫১

টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। তবে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পথে সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন বিরাট কোহলি।

আইপিএলে শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন কোহলি। ফ্যাঞ্চাইজিটির ঘরের মাঠে প্রচুর ম্যাচ খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। তাছাড়া জাতীয় দলের হয়েও এই মাঠে টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে এই মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক মাঠে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।

কোহলি এই রেকর্ড গড়াতে গিয়ে পেছনে ফেলেছেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুশফিকুর রহিমের করা ২ হাজার ৯৮৯ রানকে। এই তালিকার সেরা পাঁচে আছেন আরও দুইজন বাংলাদেশি। মিরপুরে ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই মাঠে ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

এই তালিকায় সেরা পাঁচে থাকা বাকি একজন হলেন অ্যালেক্স হেলস। এই ইংলিশ ওপেনার নটিংহ্যামে করেছেন ২ হাজার ৭৪৯ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]