123

05/19/2024 আব-এ জমজম লঞ্চের স্টাফ কেবিনে তরুণীর লাশ

আব-এ জমজম লঞ্চের স্টাফ কেবিনে তরুণীর লাশ

জেলা সংবাদদাতা, চাঁদপুর

২৩ অক্টোবর ২০২০ ০০:১৭

চাঁদপুরে যাত্রীবাহী এমভি আব-এ জমজম লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লঞ্চটির ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এই কক্ষটি লঞ্চের গিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল ও মাসুম ব্যবহার করতেন। এ বিষয়ে গিজার মো. সুজন মোল্লা বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে আমি এক যুবক ও মেয়েকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিষ্কার করতে গেলে কক্ষটি তালা বন্ধ পাই। টিকিট কাউন্টারে গিয়ে খবর নিলে কোনো চাবি দেওয়া হয়নি বলে জানা যায়। পরে কেবিন খুললে তরুণীর লাশ আমরা দেখতে পাই।’

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন ও চাঁদপুর নৌ থানার ওসি মো. জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিয়ে স্নিগ্ধা সরকার বলেন, ‘তরুণীর গায়ে থাকা ফিতা গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু যাত্রী সেজে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে তাই ধারণা করা হচ্ছে, হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]