12308

04/20/2025 ১লা মে শ্রমিক সমাবেশে করবে শ্রমিক দল

১লা মে শ্রমিক সমাবেশে করবে শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৩ ২২:৪৭

আগামী ১লা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিকদল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা দেন।

নজরুল ইসলাম খান বলেন, ১লা মে দুপুর আড়াইটা থেকে ঢাকায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হবে। পরে রাজধানীর বাংলামোটর গিয়ে এ শোভাযাত্রা শেষ হবে। একইভাবে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে।

অত্যাবশ্যকীয় সেবা খাতে বেআইনি ধর্মঘট এ সংক্রান্ত আইনের প্রসঙ্গে টেনে নজরুল ইসলাম খান বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। শ্রমিকদেরও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আইনর মাধ্যমে দ্রুত সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। আইনে ধর্মঘট করতে শ্রমিকদের কেউ সহযোগিতা করলে তাকেও জেল-জরিমানা করার বিধান রাখা হয়েছে।

শ্রমিক দিবসে এসব কালাকানুন বাতিলের দাবি জানান বিএনপির এ শ্রমিক নেতা। তিনি বলেন, আমরা এ আইনের নিন্দা জানাই। আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]