12368

09/23/2024 বোলাররা সাহায্য পান না, ক্ষোভ ঝারলেন শামি

বোলাররা সাহায্য পান না, ক্ষোভ ঝারলেন শামি

ক্রীড়া ডেস্ক

৩০ এপ্রিল ২০২৩ ২০:৩৫

ক্রিকেটে এখন বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে বলে বলে চার-ছক্কা আর আগ্রাসী ব্যাটিং। বলা হয়ে থাকে, উইকেট থেকে এখন ব্যাটাররা যে পরিমাণ সুবিধা পান, তেমন পান না বোলাররা। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ ঝারলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে গতকাল (শনিবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন শামি। এই ম্যাচের পরই উইকেট নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের উইকেট বোলারদের আর একটু সাহায্য করলে ম্যাচগুলো অনেক বেশি আকর্ষক হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

শামি বলেন, ‘একজন বোলার সব সময় চাইবে বল সুইং করুক। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা আগ্রাসী ব্যাটিং দেখার জন্যই আসেন। রান উঠুক। তাতে আপত্তির কিছু নেই। তবে বোলাররা একটু সাহায্য পেলে ম্যাচগুলো আরও আকর্ষক হতে পারে।’

তার আক্ষেপ কয়েক বছর আগেও উইকেট থেকে বোলাররা কিছুটা হলেও সাহায্য পেতেন। কিন্তু এখন সব জায়গায় পিচ তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারদের সুবিধার কথা মাথায় রেখে।

অবশ্য উইকেট নিয়ে ক্ষোভ ঝারলেও বল হাতে শামি সাফল্য পেয়েছেন নিয়মিতই। সর্বশেষ কলকাতার বিপক্ষে ৩৩ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত ৮ ম্যাচ ১৩টি উইকেট শিকার করেছেন। বোলারদের জন্য উইকেটে তেমন কিছু না থাকলে কী করে সাফল্য পাচ্ছেন?

ভারতীয় এ পেসার জানালেন, ‘হাতে লাল বল আছে না সাদা বল আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। টেস্ট ম্যাচে যে লাইন এবং লেংথে বল করি, সব ক্ষেত্রে সেটাই করার চেষ্টা করি। টেস্ট ম্যাচের লাইন এবং লেংথই সব থেকে কার্যকর। আগেও অনেক বার এই কথা বলেছি। নেটে অনুশীলনের সময় লাইন এবং লেংথের ওপরই সব থেকে বেশি গুরুত্ব দিই।’’

সিনিয়র বোলার হিসে জুনিয়রদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে ভালোবাসেন শামি। এ নিয়ে ভারতীয় পেসার বলেছেন, ‘অন্য দেশে খেলার সময় আমাদের যে অভিজ্ঞতা হয়, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। এটা খুব দরকার। নিজেদের মধ্যে জ্ঞানের আদানপ্রদানটা খুব জরুরি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]