12464

09/23/2024 সর্বাধিক ‘গোল্ডেন স্টাম্প’ জিতেছেন শান্ত

সর্বাধিক ‘গোল্ডেন স্টাম্প’ জিতেছেন শান্ত

ক্রীড়া ডেস্ক

৪ মে ২০২৩ ২০:৩৩

বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এই দায়িত্বে আসেন শেন ম্যাকডারমট। তিনি দায়িত্ব নেওয়ার পর টাইগারদের ফিল্ডিংয়ের মানসিকতা অনেকটাই বদলে গেছে, উন্নতির ছাপও স্পষ্ট।

এমন উন্নতির পেছনে আছে মজার একটা কারণ! ভালো ফিল্ডিং করলে সেই ক্রিকেটারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন ম্যাকডারমট।

ভালো ফিল্ডিংয়ের পুরস্কারস্বূরপ 'গোল্ডেন স্টাম্প' নির্ধারণ করে রাখা হয়েছে ক্রিকেটারদের জন্য। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি ক্রিকবাজকে শান্ত জানিয়েছেন সেই কথা।

শান্ত বলেন, 'আমি বেশ কয়েকবার গোল্ডেন স্টাম্প পেয়েছি, সম্ভবত সর্বোচ্চ সংখ্যকবার আমিই পেয়েছি। প্রস্তুতিতে একটি পরিবর্তন এসেছে, সবাই আগের চেয়ে বেশি পরিশ্রম করছে। কেউ যদি কোনো একটা জায়গায় একটু দুর্বল থাকে, তাহলে সে দলীয় ফিল্ডিংয়ের পর বাড়তি অনুশীলন করে যেন তার মান বাড়ে। এখন যেটা হয়, ম্যাচে যদি হাফ চান্সের ক্যাচ থাকে তাহলেও আমরা সেটা লুফে নিতে পুরোপুরি চেষ্টা করি।'

শান্তর মতে, সবাই এখন নিজের দায়িত্বটা বুঝে কখন কি করতে হবে। একইসঙ্গে এই ব্যাটারের দাবি গেম সেন্সেরও উন্নতি হয়েছে, 'সবাই যার যার ভূমিকা নিয়ে খুব পরিষ্কার। কে, কখন, কোন সময়ে, কোথায় ফিল্ডিং করবে- সবাই সব জানে। আমরা কি রক্ষণাত্মক ফিল্ডিং করব নাকি আক্রমণাত্মক ফিল্ডিং করব এটা এখন সবাই জানি। আমাদের গেম সেন্সের উন্নতি হয়েছে। আমরা এখন জানি কোন ব্যাটারের জন্য কোন পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়াতে হবে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]