12486

01/02/2026 ৯৮ ইঞ্চির কিউএলইডি ৮কে টিভি নিয়ে এলো স্যামসাং

৯৮ ইঞ্চির কিউএলইডি ৮কে টিভি নিয়ে এলো স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৬ মে ২০২৩ ১৭:৪৩

৯৮ ইঞ্চির কিউএলইডি ৮কে টিভি নিয়ে এলো প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এই টিভিতে উন্নত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও এই টিভিতে পাতলা বেজেল রয়েছে এবং ইনফিনিটি স্ক্রিন এবং ইনফিনিটি ওয়ানের মতো ডিজাইন রয়েছে।

নিও সিরিজের কিউএলইডি ৮কে টিভি ৯৮ ইঞ্চি ছাড়াও ৮৫ ইঞ্চি সাইজেও পাওয়া যাবে।

নতুন এই টিভিতে এতে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি এবং নিউরাল কোয়ান্টাম প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে কিউ সিম্ফনি ৩.০, ওয়্যারলেস ডলবি অ্যাটমস, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্রো এবং অ্যাডাপটিভ সাউন্ড প্রো রয়েছে।

স্যামসাং দাবি করছে, তাদের নতুন স্মার্ট টিভিগুলোতে ভালো কানেকশনের জন্য আইওটি সেন্সর ব্যবহার করা হয়েছে।

বড় স্ক্রিনের এই স্মার্ট টিভিতে আপনি গেমও খেলতে পারবেন। এতে মোশন এক্সিলারেটর টার্বো প্রো এবং গেম মোশন প্লাসের মতো ফিচার দেওয়া হয়েছে। ভার্চুয়াল এম পয়েন্ট, সুপার আল্ট্রাওয়াইড গেম ভিউ, গেম বার এবং একটি মিনি ম্যাপ জুম ফিচার রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]