12497

09/23/2024 আইপিএলে রোহিতের বাজে রেকর্ড

আইপিএলে রোহিতের বাজে রেকর্ড

ক্রীড়া ডেস্ক

৭ মে ২০২৩ ০২:০৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল অধিনায়ক বলা হয় রোহিত শর্মাকে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে।

অধিনায়ক হিসেবে সফল রোহিত শর্মা ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল। আইপিএলে রেকর্ড ১৬টি ফিফটির সাহায্যে চতুর্থ সর্বোচ্চ ৬ হাজার ৬৩ রান সংগ্রহ করেছেন।

কিন্তু এতকিছু সফলতার মাঝেও আইপিএলে বাজে রেকর্ড গড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। আইপিএলের ইতিহাসে ২৩৭ ম্যাচে রেকর্ড ১৬বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ বলে শূন্য রানে ফেরেন তিনি। দীপক চাহারের গতির বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রোহিত।

আইপিএলে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন, ভারতীয় তারকা ক্রিকেটার মন্দীপ সিং ও দীনেশ কার্তিক। আম্বাতি রাইডু ১৪বার শূন্য রানে আউট হয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]