1250

04/04/2025 ‘পরদেশী’র প্রেমে সালমা!

‘পরদেশী’র প্রেমে সালমা!

বিনোদন প্রতিবেদক

২১ এপ্রিল ২০২১ ১৯:১৬

করোনার কারণে স্টেজ শো আপাতত বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং নিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন ফোক ঘরানার জনপ্রিয় শিল্পী সালমা আক্তার। প্রস্তুত হচ্ছেন ঈদের উপহার নিয়ে। সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন ‘পরদেশী’ শিরোনামের একটি বিশেষ গানে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সবুজ অরণ্যের কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। নির্মাণ হয়েছে একটি গানচিত্রও।

‘পরদেশী’ প্রসঙ্গে সালমা বলেন, “এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এর মধ্যে ২৫টির মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তার মধ্যে ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।”

আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ কয়েকটি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে। ‘পরদেশী’ গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হবে পবিত্র রমজানের শেষ সপ্তাহে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]