12719

04/22/2025 পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন অভিনেতা

পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৩ ০১:৪৮

মা দিবসে পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা! ছেলের এমন কাণ্ড দেখে মাথায় হাত অভিনেতার মায়ের। যদিও পুরো বিষয়টি ঘটেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর প্রচারের স্বার্থে।

গত ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বিজয় ভার্মা অভিনীত ‘দাহাড়’। সেই সিরিজের প্রচারণার কৌশল হিসেবেই খবরের কাগজে বেরিয়েছে ওই বিজ্ঞাপন। সিরিজে আনন্দ স্বর্ণকার নামক চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পাত্রী চেয়ে খবর কাগজের বিজ্ঞাপন বেরিয়েছে আনন্দ স্বর্ণকারের নামেই।

বিজ্ঞাপনের শিরোনামে লেখা, ‘ইন্ডিয়াজ #১ ব্যাচেলর’, অর্থাৎ দেশের এক নম্বর অবিবাহিত পাত্র তিনি। ঠিক কেমন ধরনের পাত্রী চাই তার? বিজ্ঞাপনে লেখা রয়েছে সেই সব তথ্যও। এদিকে সেই বিজ্ঞাপন চোখে পড়েছে বিজয়ের মায়ের। বিজ্ঞাপনে ছেলের ছবি ও পাত্রী চাইয়ের দাবির তালিকা দেখে মাথায় হাত তার। আন্তর্জাতির মা দিবসে এমনই একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছেন বলিউড অভিনেতা।

সেই পোস্টের নিচে বেশ মজাদার কিছু মন্তব্য করেছেন অনুরাগীরা। যে ওটিটি প্ল্যাটফর্মের পক্ষে এই প্রচারমূলক বিজ্ঞাপনের অবতারণা, মন্তব্য এসেছে তাদের পক্ষ থেকেও। তাদের দাবি, ‘আমরা তো শুধু তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।’ তবে বিজয়ের এই পোস্টে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে মজাদার মন্তব্য করতেও ছাড়েননি বেশ কয়েকজন অনুরাগী। বিজয়ের কাছে তাদের অনুরোধ, “মায়ের মনের ‘তামান্না’ পূরণ করুন আপনি!”

অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয়ের প্রেমের খবর নতুন নয়। বলিপাড়ায় জল্পনা, গত বছর থেকেই চুটিয়ে প্রেম করছেন দুজনে। বর্ষবরণও করেছেন একসঙ্গে। একাধিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে বিজয় এবং তামান্নাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]