13419

04/18/2025 দাগহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

দাগহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

স্বাস্থ্য ডেস্ক

১০ জুন ২০২৩ ১৯:১০

দাগহীন থাইরয়েড অপারেশন সম্পন্নকারী দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরফিয়াস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

ব্যাংকক পুলিশ জেনারেল হাসপাতালের প্রখ্যাত সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. আনুং আনাকুন সম্মেলনে বাংলাদেশকে এই স্বীকৃতি দেন।

বিশ্বের ৪৪টি উন্নত দেশে নিয়মিত এ অপারেশন চললেও বাংলাদেশ এর বাইরে ছিল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মাহবুব আলম গত বছরের নভেম্বরে বাংলাদেশে প্রথম দাগহীন অপারেশন শুরু করেন।

এই অপারেশন নিয়মিত অপারেশনের তুলনায় কম বাইরের দাগ ফেলে। এই অপারেশনের পর ছোটখাটো ব্যথা হয়, হাসপাতালে কম থাকতে হয় এবং রোগীর কণ্ঠস্বর ভালো রাখে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]