13421

04/23/2025 পাকিস্তানে দাঙ্গা : ইমরানের বিরুদ্ধে তদন্তের ঘোষণা

পাকিস্তানে দাঙ্গা : ইমরানের বিরুদ্ধে তদন্তের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন ২০২৩ ১৯:২৪

গত ৯ মে পাকিস্তানজুড়ে যে দাঙ্গা, ভাঙচুর ও সেনানিবাস ও সেনাদপ্তরে হামলার ঘটনা ঘটেছে। তার সঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ২০২৩-’২৪ অর্থবছরের বাজেট পেশ করেছে পাকিস্তানের সরকার। শুক্রবার পার্লামেন্ট ভবনে বাজেট পরবর্তী ব্রিফিং শেষে খাজা আসিফ বলেন, ‘৯ মে’র দাঙ্গার ঘটনা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং প্রশিক্ষিত সন্ত্রাসীদের দিয়ে এই দাঙ্গা করানো হয়েছিল।

যেহেতু পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারের পরপরই তা শুরু হয়েছিল, তাই দাঙ্গার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের কেন্দ্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। তার এই গ্রেপ্তারের পরপরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন পিটিআই কর্মীসমর্থকরা। ৩৬ ঘণ্টার সেই বিক্ষোভে পাকিস্তানের ৪টি প্রদেশ ও ৩টি কেন্দ্রশাসিত এলাকার বিভিন্ন সেনানিবাস, সেনা দপ্তর ও সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দেশটির ইতিহাসে এই প্রথম সেনানিবাস ও সেনা দপ্তরে হামলার ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে শুক্রবার খাজা আসিফ সাংবাদিকদের বলেন, ‘ইমরান খানের নির্দেশ ব্যতীত স্বতঃস্ফূর্তভাবে এত বড় বিক্ষোভ করা কারো পক্ষে সম্ভব হতো না। প্রতিটি হামরা-ভাঙচুরের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত।’

এদিকে, গত ৯ মে’র দাঙ্গায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে পাকিস্তানজুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে সম্প্রতি যে দাবি পিটিআই করেছে শুক্রবার তাকেও উড়িয়ে দিয়ে খাজা আসিফ বলেন, ‘তাদের এই দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। তারা মিথ্যাচার করছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]