13524

04/22/2025 ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ব্রহ্মানন্দম

ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ব্রহ্মানন্দম

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২৩ ২৩:৫০

শুধু নায়ক হিসেবে অভিনয় করেই যে জনপ্রিয়তা পাওয়া যায়, দর্শকদের কাছে পৌঁছানো যায়, সেই ধারণাকেই যেন ভুল প্রমাণ করেছেন বেশ কিছু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা।

বলিউডে জনি লিভার, রাজপাল যাদব, কাপিল শর্মারা বছরের পর বছর ধরে কমেডি রোলে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। শুধু যে ভালোবাসা তেমনও কিন্তু নয়, অর্থকড়িও পেয়েছেন। ধন সম্পদও গড়েছেন।

ভারতে সেই তালিকায় কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার নাম কান্নেগন্তি ব্রহ্মানন্দম। যার সম্পত্তির পরিমাণ বলিউডের অনেক জনপ্রিয় তারকাদের থেকেও বেশি।

মূলত দক্ষিণী ছবিতেই বেশি অভিনয় করেছেন ব্রহ্মানন্দম। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় কয়েক শত ছবিতে অভিনয় করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। ২০০৯ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ ৪৯০ কোটির কাছাকাছি। তার মাসিক আয় ২ কোটি টাকা। সম্পত্তির নিরিখে কপিল শর্মা, ভারতী সিংরাও এই অভিনেতার থেকে অনেক পিছিয়ে।

জানা গেছে, প্রতি ছবির জন্য এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। বিজ্ঞাপনের জন্য নেন এক কোটি টাকা।

অডি, মার্সেডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে এই তারকার কাছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার জমি। হায়দরাবাদে জুবিলি হিলে বিশাল একটা বাংলো রয়েছে অভিনেতার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]