13532

09/22/2024 টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১৪ জুন ২০২৩ ১৬:২০

চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ দেখায় ২০১৯ সালে হতাশার হার দেখতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে।

তবে এবার নতুন লক্ষ্য নিয়ে স্বাগতিক টাইগাররা মিরপুরে খেলতে নেমেছে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টাইগারদের টেস্ট দলের নেতৃত্বে এই ম্যাচে লিটন দাসের অভিষেক হয়েছে। টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

আজ (১৪ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসে ঢাকা পিচে টসে জিতেছে আফগানিস্তান। এরপর সফরকারী অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এই ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জাকির হাসান। এছাড়া তামিমের জায়গায় দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

আফগান অধিনায়ক শহিদী বলছেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে লিটন দাস বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

সাকিব-তামিমকে ছাড়াই একমাত্র টেস্ট সিরিজটি খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সিরিজে আঙুলের চোটে ছিটকে যান টেস্টে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে ওয়ানডে দিয়ে ফেরার আশা থাকলেও, টেস্টে তার অনুপস্থিতির কথা আগেই জানানো হয়েছিল। এরপর সেই দলে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবালও।

ব্যাকপেইনের কারণে তার খেলা নিয়ে বেশ কয়েকদিন দৌদুল্যমান অবস্থায় ছিল বিসিবি। অস্বস্তি নিয়ে কয়েকদিন অনুশীলনও করেছিলেন তামিম। সর্বশেষ গতকাল বিসিবি জানায়, টেস্ট ম্যাচটিতে এই ওপেনারের খেলা হচ্ছে না।

এই ম্যাচে আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে দুজনের। প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]