13614

04/20/2025 সাংগঠনিক পদ চাঁদাবাজি-টেন্ডারবাজির জন্য করা যাবে না : পরশ

সাংগঠনিক পদ চাঁদাবাজি-টেন্ডারবাজির জন্য করা যাবে না : পরশ

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৩ ০১:০৬

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সাংগঠনিক পদ শুধু সাংগঠনিক কাজে ব্যবহার করবেন। এটি কোনো ব্যক্তির পকেট ভারী করার বস্তু না। সাংগঠনিক পদ চাঁদাবাজি-টেন্ডারবাজি বা অবৈধ বাণিজ্যের জন্য করবেন না।

তিনি বলেন, নিজের কথা ভাবার আগে দলের কথা ভাববেন। ভুলে যাবেন না ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এসে আপনাদের রাজনীতি করতে হবে। আমরা দেশ ও সমাজের জন্য রাজনীতি করি।

শনিবার (১৭ জুন) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শ্যামপুর ও কদমতলী থানার অন্তর্গত ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। কদমতলীর শ্যামপুর শিল্প এলাকায় (গাজী ট্যাংক ফ্যাক্টরির সামনে) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান বলেন, জনগণের ভোটের জন্য শেখ হাসিনা আজীবন সংগ্রাম করেছেন। বিএনপি নির্বাচনকে ভয় পায়, কারণ প্রথমত, তাদের বিদেশে থাকা নেতা দিয়ে তারা কীভাবে নির্বাচন করবে। দ্বিতীয়ত, তাদের নিজেদের মধ্যে আস্থার অভাব। কেউ কাউকে বিশ্বাস করে না। নেতাবিহীন রাজনৈতিক দলের যা হয়। বিএনপির তত্ত্বাবধায়ক দাবি মিথ্যা দাবি। বিএনপি নিজেও জানে একটি অসম্ভব দাবি।

তিনি আরও বলেন, যুবলীগ মাঠে-ঘাটে ওদের মোকাবিলা করতে জানে, আগেও করেছে। আন্দোলন-সংগ্রাম করে আপনারা (বিএনপি) আমাদের কি উৎখাত করবেন। এ দেশের গণতন্ত্র আমাদের সংগ্রামের ফসল। ভোট ও ভাতের অধিকার আমাদের আন্দোলনের ফসল। ভয় দেখিয়ে লাভ নেই। এ সকল থার্ডক্লাস আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে উৎখাত করা যাবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]