13644

04/22/2025 নাটকে অশ্লীলতা ঢুকে গেছে : রিয়াজ

নাটকে অশ্লীলতা ঢুকে গেছে : রিয়াজ

বিনোদন ডেস্ক

১৮ জুন ২০২৩ ২২:১৫

শনিবার (১৭ জুন) শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি জানান, নাটকেও এখন অশ্লীলতা ঢুকে গেছে।

আলোচনা সভায় যোগ দিয়ে নিজের বক্তব্যে রিয়াজ বলেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।’

তিনি আরও বলেন, ‘নাটকে যেভাবে সবাই কাপড় খুলছে, কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।’

উক্ত অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কয়দিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না। টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে। ভিউয়ের নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয়। সব অদক্ষ এসব দখল করে আছে।’

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরার সভাপতিত্বে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিল্পীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী, নাট্যকার সংঘের সভাপতি হারুন রশীদ, প্রযোজক মনোয়ার পাঠানসহ আরও অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]