13769

04/23/2025 আমিরকে নকল করলেন দেব

আমিরকে নকল করলেন দেব

বিনোদন ডেস্ক

২৫ জুন ২০২৩ ১৮:১৬

বলিউড অভিনেতা আমির খানের লুক নকল করেছেন টলিউড অভিনেতা দেব! নেটদুনিয়ায় এমন অভিযোগই উঠছে। শুক্রবার (২৩ জুন) দেব অভিনীত ও প্রযোজিত ‘বাঘাযতীন’ ছবির নতুন একটি পোস্টার প্রকাশিত হয়। এরপর থেকেই তার এই নতুন লুক নিয়ে চলছে সমালোচনা।

মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক নিয়ে বিস্ফোরিত চোখে ক্যামেরার সামনে ‘বাঘাযতীন’ হিসেবে পোজ দিয়েছেন দেব। তার এই পোস্টের কমেন্ট বক্সেই মন্তব্য করা হয়েছে, ‘লাল সিং চাড্ডা’র মতো লাগছে তো’।

কেউ কেউ আবার দেবের এই লুককে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ লুকের সঙ্গেও তুলনা করেছেন। তাদের পাল্টা জবাব দিয়েছেন দেবের অনুরাগীরা। না জেনে এমন ‘উল্টাপাল্টা’ মন্তব্য করতেও বারণ করেছেন তারা।

অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাকে ‘বাঘাযতীন’ নামে ডাকা হতো। মাত্র ৩৫ বয়সেই মারা যান তিনি।

এবার সেই মহান মানুষটিকেই রুপালি পর্দায় তুলে ধরবেন দেব। তার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। আগামী ২০ অক্টোবর বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘বাঘাযতীন’। এতে নবাগত সৃজা দত্তকে দেখা যাবে বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]