13783

04/20/2025 বুলেট গ্রুপের প্রধানসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

বুলেট গ্রুপের প্রধানসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২৩ ০০:১০

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট হৃদয়সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তাররা হলেন বুলেট হৃদয় (২০) ও মো. রানা (৩৫)।

শনিবার (২৪ জুন) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো সুইচ গিয়ার জব্দ করা হয়। রোববার ২৫ জুন বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির শোয়েব।

এনায়েত কবির বলেন, হৃদয় ওরফে বুলেট হৃদয় কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের লিডার। তার নেতৃত্বে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্নলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন তার চক্রের সদস্যরা।

গ্রেপ্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]