13785

09/22/2024 ‌‘ভারত বিশ্বকাপে শিরোপার দাবিদার বাংলাদেশ’

‌‘ভারত বিশ্বকাপে শিরোপার দাবিদার বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক

২৬ জুন ২০২৩ ০০:৫৬

আগামী মাসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ভারতীয় নারী দল। সে উপলক্ষ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের অনুশীলন।

আজ রোববার অনুশীলন শেষে অবশ্য গণমাধ্যমে কথা বলেছেন নারী দলের প্রধান কোচ হাসান তিলেকরত্নে।

এ সময় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। ভারতের মাটিতে কেমন করবে তামিম ইকবালের দল।

১৯৯৬ সালে হাসান শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তাই বিশ্বকাপের মতো বড় আসরে সফল হতে কতটা কাঠ-খড় পোড়াতে হয় তা তার জানা আছে।

বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য আছে এমনটাই মনে করেন তিনি, 'অবশ্যই (বাংলাদেশ ফাইনালে যেতে পারে)।

আপনি যদি নাম দেখেন তাহলে তারা শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপ জেতার সব রসদ আছে তাদের। তাদেরকে নিজেদের ভেতর বিশ্বাস রাখতে হবে। একে-অন্যকে সমর্থন যোগাতে হবে।'

বাংলাদেশ দলের সঙ্গে নিজেদের ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ের ইতিহাসও টানলেন নারী দলের প্রধান কোচ হাসান। তিনি বলছিলেন, '১৯৯৬ সালে উপমহাদেশে খেলা হয়েছিল। যা আমাদের সাহায্য করেছে।
ওই সময় আমরা খুব অভিজ্ঞ দল ছিলাম। এখানকার বাংলাদেশের মতন। বাংলাদেশে বেশ কজন বিশ্বমানের খেলোয়াড় আছে। তারা যদি এক হয় বিশ্বাস করে। তাহলে তারা বিশ্বকাপ জেতার দিকে এগিয়ে যেতে পারে।'

আসন্ন বিশ্বকাপে স্বাভাবিক ভাবে ফেভারিটের তালিকা রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো দল। তবে দলের সমন্বয়, কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের ভালো সম্ভাবনাই দেখছেন হাসান, 'ক্রিকেট খুব অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে আমরা জিতব কেউ আশা করেনি। কিন্তু যেটা হচ্ছে নিজেদের খেলাটা খেলতে পারা। অভিজ্ঞ ও তরুণরা আছে। তারা যদি একসঙ্গে খেলতে পারে। কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে, একে অন্যকে বোঝে তাহলে জেতা সম্ভব।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]