13802

04/23/2025 শাকিব-নিশোকে দেখতে মুখিয়ে আছেন রাজ

শাকিব-নিশোকে দেখতে মুখিয়ে আছেন রাজ

বিনোদন ডেস্ক

২৬ জুন ২০২৩ ২১:১৭

সময়ের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। এবারের ঈদে তার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। অবশ্য ছোট পর্দায় দেখা যাবে তাকে। তাই বলে কি সিনেমা হলে থাকবেন না তিনি? জানালেন, অবশ্যই থাকবেন। ঈদে শাকিব খান ও আফরান নিশোকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন এ অভিনেতা।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ জানান, নিয়মিত দেশ ও দেশের বাইরের সিনেমা দেখেন তিনি। এবার ঈদে তার আগ্রহের কেন্দ্রে আছে দুটি সিনেমা। একটি শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’, অন্যটি আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’।

রাজ বলেন, “প্রিয়তমা’ ছবিতে শাকিব ভাইয়ের ফার্স্টলুক দেখে তো জাস্ট ওয়াও লেগেছে। আমার মনে হয়, একজন ফিল্মস্টারের ওই ধরনের এন্ট্রি, ওই রকম ধামাকা দরকার। ‘সুড়ঙ্গ’ নিশো ভাইয়ের প্রথম সিনেমা। এর আগে ফিকশন, ওটিটি করার পর এবার ফিল্ম করেছেন। সব মিলিয়ে দুটি সিনেমা নিয়ে আমি খুব আশাবাদী। মনে হয় এবার দারুণ কিছু হবে। এমনিতে আমি নিয়মিত প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখি। এবারও ব্যতিক্রম হবে না।”

এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে শরিফুল রাজকে। আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘রক্তজবা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিঞ্জে মুক্তি পাবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]