13813

01/12/2026 অর্জুনের জন্মদিনে অন্য পুরুষের সঙ্গে নাচ মালাইকার

অর্জুনের জন্মদিনে অন্য পুরুষের সঙ্গে নাচ মালাইকার

বিনোদন ডেস্ক

২৬ জুন ২০২৩ ২২:১৩

৩৮ বছরে পা রাখলেন বলিউডের এই সময়ের অভিনেতা অর্জুন কাপুর। জন্মদিন উপলক্ষ্যে রোববার দিবাগত রাত থেকেই শুরু হয়েছিল পার্টি। যেখানে মধ্যমণি হয়ে ওঠেন প্রেমিকা মালাইকা আরোরা।

পার্টির একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন নেটদুনিয়ায়। যেখানে নিজের সুপার হিট গান ‘ছাইয়া ছাইয়া’র তালে কোমর দোলাতে দেখা গেছে তাকে। এসময় তার সঙ্গে মদের গ্লাস হাতে নাচতে দেখা গেছে এক যুবককে।

মালাইকার এই নাচ দেখে একজন লিখেছেন, ‘বেচারা অর্জুনের তো মন ভেঙে গেল।’ একজন আবার লিখেছেন, ‘যার সঙ্গে নাচছেন তাকে দেখে তো সস্তা অর্জুন কাপুর মনে হচ্ছে।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অর্জুন তার বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। মালাইকা ছাড়াও পার্টিতে উপস্থিত হয়েছিলেন— অর্জুন কাপুরের বোন আনশুলা, খুশি কাপুর, অক্ষয় মারওয়াসহ অনেকে।

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে ২০১৬-তে বিবাহ বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গেই আপাতত প্রেম করছেন মালাইকা অরোরা। যদিও সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোচুরি করেননি তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]