13844

04/23/2025 ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

বিনোদন ডেস্ক

৩ জুলাই ২০২৩ ০১:৪২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিকমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

রোববার (২ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী।

যদিও পোস্টে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

সবশেষ পরীমণিকে দেখা গেছে ‘মা’ ছবিতে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটি।

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]