13943

04/20/2025 রাজধানীতে ‘হাতেনাতে’ ১০ ছিনতাইকারী আটক

রাজধানীতে ‘হাতেনাতে’ ১০ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই ২০২৩ ১৮:১০

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। আটককরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, বুধবার(৫ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে- একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একাধিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]